কক্সবাজারের টেকনাফে ২ লাখ ইয়াবাসহ সাতজন রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় থেকে ইয়াবাসহ পাচারকারীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল মো. ইয়াসিন (৫৬), মো. মোস্তফা (৩৩), মো. ইলিয়াছ (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), মো. জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম–উল–হক এ তথ্য নিশ্চিত করে জানান, নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ড ও র্যাব সদস্যদের যৌথ একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখতে পেয়ে অভিযানিক দলের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করা হয়।
তিনি জানান, পরে ট্রলারটিতে থাকা সাত রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রলার তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে ২ লাখ ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।