টেকনাফে ২৬৬ বোতল বিদেশি মদসহ স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা অভিযান পরিচালনা করে সেলিম উল্লাহ (২৫) ও তার স্ত্রী জুনাইদা আক্তারকে (২১) গ্রেপ্তার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ঝিনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্বামী-স্ত্রী দুজনকে ২৬৬ বোতল বিদেশি মদ ও ১০২ ক্যান বিয়ারসহ আটক করা হয়। অভিযানকালে একই এলাকার সামছুল আলম (৫০), জসীম উদ্দিন (২৫), ওসমান গণি (৩৯) ও হাফেজ উল্লাহ (৩৫) নামে ৪ ব্যক্তি পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।











