কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২ আগস্ট) ভোরে উনচিপ্রাংয়ে রফিকের ঘের এলাকায় অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
আটক যুবকের নাম মো. ফারুক (২৪)। তিনি টেকনাফ নয়াপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ রফিকের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসার খবর পায় বিজিবির সদস্যরা। এ সময় দুই ব্যক্তি ইয়াবার ব্যাগ-হাতে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে এলে বিজিবির সদস্যরা মুভ করে। পালিয়ে যাওয়ার সময় একজন ব্যাগসহ আটক করা হয়। অপরজন পালিয়ে যায়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।