টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত ইঞ্জিন নৌকা ও ৮০ কেজি জাল। তবে কাউকে আটক করা যায়নি। গতকাল শুক্রবার ভোররাত সাড়ে ৩ টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া নৌ ঘাটে এসব জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি বলেন, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শাহপরীর দ্বীপ নৌ ঘাটে বাঁধা নৌকাগুলোতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইঞ্জিন চালিত একটি নৌকার পাটানতলে বিশেষ কায়দায় লুকানো একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ২ মন জাল ও নৌকাটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।.