টেকনাফে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল শুক্রবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার ও পাচারকারীকে গ্রেপ্তারা করা হয়। গ্রেপ্তারা মো. আব্দুর রহমান (৪৫) ওই এলাকার মৃত ফেরদৌসের ছেলে।
লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, তথ্য ছিল মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। ওই তথ্যে বিজিবির সদস্যরা কেওড়া বাগান এবং নৌ টহল দল নাফ নদীতে কৌশলগত অবস্থান করে। একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বড়ইতলী এলাকার দিকে আসতে দেখে গ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে জব্দকৃত ক্রিস্টাল মেথসহ (আইস) নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।