টেকনাফে ১ কেজি আইস ও আড়াই লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। অতপর সাবরাং বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল ৪ ব্যক্তিকে নাফনদী পার হয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১.৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে চ্যালেঞ্জ করায় দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারিরা রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই। অপরদিকে একইদিনে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়া এলাকায় বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তাকেও চ্যালেঞ্জ করলে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা ব্যাগটি মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারি রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে আগুনে পুড়েছে ১২ দোকান
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান