টেকনাফে ১৫ আগস্টের কর্মসূচি পালন, গ্রেপ্তার ৬

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

টেকনাফে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ব্যানারে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল আয়োজন করায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল, উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক নেতা তারেক মাহবুব রনি ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান। বাকি দুইজনের নাম নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, গত শুক্রবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাম জালাল, হ্নীলার হোসেন মেম্বার, ইউছুফ মনোসহ অন্যরা। অন্যদিকে রাজারছড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে স্থানীয় একটি মার্কেটে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব। এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে আইনশৃক্সখলা বাহিনী।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু হঠাৎ মসজিদে ব্যানার টাঙিয়ে দোয়া মাহফিল করা হয়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরামর্শক নিয়োগে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা
পরবর্তী নিবন্ধনতুন বাংলাদেশ গড়তে হলে কোনো বিভাজন করা যাবে না