টেকনাফে ১৩ মামলার আসামি শীর্ষ ইয়াবা কারবারি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪১ পূর্বাহ্ণ

টেকনাফে মোহাম্মদ আলী (৪০) নামে এক শীর্ষ ইয়াবা কারবারি গ্রেপ্তার হয়েছে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মৌলভীপাড়ার বাসিন্দা মৃত হাজী কালা মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় র‌্যাব১৫ এর একটি দল কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মোহাম্মদ আলী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যাচেষ্টাসহ কমপক্ষে ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। তিনি জানান, র‌্যাব১৫ এর একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আইনগত পদক্ষেপের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সুচতুর মোহাম্মদ আলী নিজেকে রক্ষার জন্য ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করলেও পরবর্তীতে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে ২০২১ ও ২০২৩ সালে তার বিরুদ্ধে কক্সবাজার সদর ও টেকনাফ মডেল থানায় দুটি মাদক মামলা দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রলীগের দুই গ্রুপে ঘণ্টাব্যাপী সংঘর্ষ
পরবর্তী নিবন্ধযে মাদকে অপরাধীর হাতের পুতুল হয়ে যান ‘টার্গেট’ ব্যক্তি