টেকনাফের লেদা খাল থেকে গতকাল ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। টেকনাফস্থ বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেদা বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লেদা খাল দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র বিশেষ টহলদল সেখানে বেড়িবাঁধে অবস্থান নেয়। ভোর সাড়ে ৪ টার দিকে টহলদল দেখতে পায়- কয়েকজন লোক লেদা খাল দিয়ে ৪ টি ব্যাগ নিয়ে লবণ মাঠের দিকে আসছে। বিজিবি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে ব্যাগগুলো ফেলে দিয়ে তারা পাশের গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি ব্যাগ উদ্ধার করে। উক্ত ব্যাগ থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। তবে পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে এগুলো ধ্বংস করা হবে।