টেকনাফে হেফাজত নেতা ফাহিম আটক

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

টেকনাফে হেফাজত নেতা নুরুল হোছাইন ফাহিম (৩০)কে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাকে হ্নীলা থেকে আটক করা হয়। তিনি হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকা গ্রামের কবির আহমদের ছেলে। তাকে গত ২৮ মার্চ হেফাজতের ডাকে হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় আটক করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।
এই মামলায় এজাহার নামীয় ২৪ ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়। উক্ত মামলার আসামি হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হেফাজত নেতা ফাহিমকে আটক করা হয়। তিনি স্থগিত হওয়া ইউপি নির্বাচনেও ইসলামী আন্দোলনের (হাত পাকা) মনোনীত প্রার্থী হিসেবে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারে লেনদেনের সময়ও বাড়ল দুইদিন
পরবর্তী নিবন্ধভোজ্যতেলে অগ্রিম কর প্রত্যাহার