টেকনাফে স্কুল ছাত্রীকে মারধরের অভিযোগ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

টেকনাফে ‘প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়’ এক ছাত্রীকে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী টেকনাফ সরকারি এজাহার বালিকা বিদ্যালয়ের ৮ ম শ্রেণীর ছাত্রী। গতকাল বুধবার বিকাল ৪টার সময় পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কালুর বাড়ির সামনে প্রধান সড়কের উপর এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদী বলেন, আমার মেয়ে বাড়ি থেকে স্কুলে আসাযাওয়ার পথে পৌরসভার ২ নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া বৈদ্যঘোনা পাহাড়ের পাশের আবুল কালামের ছেলে রিদুয়ান (১৮) প্রতিনিয়ত বিভিন্ন ধরনের উছৃঙ্খল কথাবার্তা ও প্রেমের প্রস্তাবসহ ইভটিজিং ও হয়রানি করে আসছিল। এতে আমার মেয়ে উক্ত যুবকের প্রস্তাবে অনিহা প্রকাশ করে এবং বাধা প্রদান করে।

তে ওই যুবক আমার মেয়েকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। সেই ধারাবাহিকতায় বুধবার বিকালে আমার মেয়ে স্কুল টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ে বাড়ি আসার সময় পৌরসভাস্থ নাইট্যং পাড়া এলাকায় রিদুয়ান গাড়ির পথরোধ করে। আমার মেয়েকে জোর পূর্বক গাড়ি থেকে নামিয়ে নিতে চাইলে মেয়ে বাধা প্রদান করে। এতে উক্ত যুবক ক্ষীপ্ত হয়ে আমার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে। এতে তার কপাল ফেটে যায়। এ সময় মেয়ের গলার স্বর্ণের চেইন কেড়ে নিয়ে যায়। চলে যাওয়ার সময় ঘটনার বিষয়ে থানায় অভিযোগ/মামলা করলে মেয়েকে ও আমাদেরকে ক্ষতি করবে বলে হুমকি দেয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই এই ঘটনার ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাস্তার সাথে ফুটপাতও দখল
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার জয়নাল দুই দিনের রিমান্ডে