টেকনাফে সোয়া ৪ কেজি আইস জব্দ

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা ৪.২২৯ কেজি (ক্রিস্টাল মেথ) আইস জব্দ করেছে। গত রোববার দিবাগত রাতে টেকনাফ পৌরসভার নাইট্যপাড়া এলাকা থেকে মাদকের এই চালানটি জব্দ করা হয়। টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি থেকে বিজিবির দুইটি টহলদল কেওড়া বাগান ও বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে রাত সাড়ে ১২টার দিকে বিজিবি টহলদল দুজনকে একটি বস্তা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে দিয়ে দ্রুত কেওড়া বাগানের ভেতর দিয়ে নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে টহলদল তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪.২২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা পরিষদে এক হাজার চারা দিল ইউসিবি
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জের মসজিদে কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষ, নিহত ৩