টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিক আটক

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থেকে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে; যাকে পাচারকারী বলছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকালে নাফ নদী সংলগ্ন সাবরাংয়ের স্লুইচ গেইট এলাকার কেওড়া বাগানে র‌্যাব ও বিজিবি বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে বলে জানান টেকনাফ২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আটক মো. ওমর সিদ্দিক (২৮) মিয়ানমারের খারাংখালী এলাকার বাসিন্দা বলে জানায় বিজিবি। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গোপন খবর পেয়ে র‌্যাবকে সঙ্গে নিয়ে আমরা কেওড়া বাগানে অভিযান পরিচালনা করি। এ সময় পালানোর চেষ্টা করলে এক কারবারিকে আটক করা হয়। পরে সেখান থেকে তিন লাখ ৪০ হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, সীমান্তে মাদক বন্ধে আমরা একসঙ্গে কাজ করছি। পাশাপাশি মাদক গডফাদারদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনে র‌্যাব এবং বিজিবির নিরলস প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের নিরাপত্তার স্বার্থে তারা জিরো টলারেন্স নীতিতে অটল।

সংবাদ সম্মেলনে মেজর মো. শাহাদাত হোসেন শুভ, অপারেশন লেফটেন্যান্ট মো. সাদিক রাফি এবং র‌্যাব১৫ এর সহকারী পরিচালক আ. . ফারুক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসেই বৈলাম গাছটিকে ‘স্মারক বৃক্ষ’ ঘোষণা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার