টেকনাফে সহোদর খুনের প্রধান আসামি বড় ভাই কক্সবাজারে গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

টেকনাফে সহোদর খুনের প্রধান আসামি বড় ভাই মো. ইউনুছকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বুধবার সোয়া ২টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ভাড়া ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব১৫ কক্সবাজার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, গত ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার সময় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমউত্তর পাড়া এলাকায় পারিবারিক জমিজমার বিরোধ নিয়ে মৃত মকবুল আহম্মদর ছেলে মো. ইউনুছ, তার ছেলে ওসমান গনিসহ (২০) আরো অজ্ঞাতনামা কয়েকজন মিলে ভিকটিম ছোটভাই মোহাম্মদ হোসেনকে (৫৮) হত্যা করে। ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন উল্লেখিত ব্যক্তিরা ভিকটিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় ভিকটিমের সাথে তার বড় ভাইয়ের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তার বড় ভাই মো. ইউনুছ, তার ছেলে এবং ভাতিজাসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন মিলে লাঠিসোটা, লোহার রড, কিরিচ ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হোসেনকে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ সংক্রান্তে নিহত মোহাম্মদ হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন (৫৩) টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়। র‌্যাব১৫ কক্সবাজার এ ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথে আসামিদের গ্রেফতার করার জন্য বিভিন্ন কৌশলাদিসহ এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র‌্যাব১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল গতকাল দুপুরে জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরিপাড়া গ্রাম থেকে প্রধান আসামি মো. ইউনুছকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধমাতৃমৃত্যু শূন্যের কোটায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
পরবর্তী নিবন্ধপুরোহিতকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার