কক্সবাজার জেলার টেকনাফ ও ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশু, চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার প্রতিনিধি জানান : জেলার টেকনাফে মিনি ট্রাক ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার হ্নীলা আলীখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হ্নীলা মৌলভীবাজার পূর্বপাড়ার মো. সেলিমের ছেলে সিএনজি টেক্সি চালক মো. ফারুক এবং টেকনাফ নাজিরপাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হ্নীলা থেকে টেকনাফগামী টেক্সিটি হাইওয়ে সড়কে পৌঁছলে কক্সবাজারমুখী মাছবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি যানবাহনই উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে এবং ট্রাকটি জব্দের প্রক্রিয়া চলছে। অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে বলে জানান তিনি।
টেকনাফ মডেল ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফটিকছড়ি প্রতিনিধি জানান : ফটিকছড়িতে ব্যাটারি রিকশার ধাক্কায় আব্দুল্লাহ আল আনাছ (৩) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের ডাইনজুড়ি এলাকার বুড়া বিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার শাহজাহান মিয়া বাচ্চুর ছেলে। আনাছ কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানেই তার মর্মান্তিক মৃত্যু হলো।
আনাছের মা জানান, বাসার সামনে খেলার সময় দ্রুতগতির একটি ব্যাটারি রিকশা এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলেও আনাছকে বাঁচানো সম্ভব হয়নি।












