টেকনাফে শিশু অপহরণ ও খুনের ঘটনায় রোহিঙ্গা নারী-পুরুষ আটক

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৮ মার্চ, ২০২১ at ১০:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে শিশু অপহরণের পর নির্যাতন করে খুনের ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে এপিবিএন পুলিশ।
সূত্র জানায়, আজ সোমবার (৮ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা গত ৫ মার্চ ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে উদ্ধারকৃত শিশু শাহিনুর (৮) হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে স্থানীয় এবং ভিকটিমের মা-বাবার সহায়তায় নয়াপাড়া বি-ব্লকের ১১৫২/৪ নং শেডের বাসিন্দা আজিমুল্লাহর পুত্র রহমত উল্লাহ (২৩) এবং ব্লক-সি এর ৮৬২নং শেডের ২নং রুমের বাসিন্দা রহমত উল্লাহর স্ত্রী সনজিদাকে(৩৫) আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলায় ধৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২ মার্চ সকাল ১১টার দিকে একই ক্যাম্পের বি-ব্লকের শেড নং-১০৫২/৪-এর বাসিন্দা মো. জাবেরের শিশু কন্যা শাহিনুরকে(৮) অপহরণ করে নিয়ে যায় দুবৃর্ত্তরা।
গত ৫ মার্চ বিকাল সোয়া ৩টায় অপহৃত শিশু শাহিনুরের একটি হাত বিচ্ছিন্ন ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় ধৃতরা সহ ঘটনায় সংশ্লিষ্টদের আসামী করে মামলা দায়ের করা হয়।
এরই প্রেক্ষিতে পুলিশ মা-বাবা ও স্থানীয়দের সহায়তায় এই দুই নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের মুক্তিকামী জনতার কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জেলের জালে ৪৪ কেজির সোনালী পোয়া