প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সামগ্রীর প্যাকেট গাড়িতে নিয়েই করোনা মহামারি বিষয়ে সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী। শুক্রবার সকালে পৌরসভার বাস ষ্টেশন, কুলাল পাড়া মোড়সহ বিভিন্ন স্পটে করোনার ভয়াবহতা ও তা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বক্তব্য রাখেন।
এ সময় টেকনাফে কঠোর লকডাউন ও করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া শতাধিক টমটম চালকদের মাঝে তিনি প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী জানান, করোনা ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া চালকদের মাঝে উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ কষ্টে আছে জানলে আমরা প্রয়োজনে তার বাড়িতে গিয়ে সহায়তা পৌঁছে দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, আবদুল আমিন জিশান প্রমুখ।