কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ফয়জুল ইসলামকে(২১) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন)।
আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স বিশেষ অভিযানের মাধ্যমে আজ বুধবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাত সালমান শাহ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড দুর্ধর্ষ সন্ত্রাসী ফয়েজুল ইসলামকে আটক করে।
তার সম্পর্কে যাচাই-বাছাই করে জানা যায়, সে শুরু থেকে রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের একজন সক্রিয় সদস্য এবং অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
তাছাড়া সে ২০১৯ সালের টেকনাফ থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।