টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ

বাংলাদেশি যুবককে হত্যা

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে স্থানীয়রা। এ সময় মিছিল থেকে সন্দেহভাজন কয়েকজনের ঘরও ভাংচুর করা হয়। গতকাল শুক্রবার আড়াইটা থেকে সাড়ে তিনটার সময় জাদিমুড়া এপিবিএন ক্যাম্প সংলগ্ন মসজিদ ও টেকনাফ-কক্সবাজার সড়কে শতাধিক যুবক জড়ো হয়ে এ বিক্ষোভ মিছিল করে। পরে এপিবিএন পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার ১৬ এপিবিএন সদর দপ্তর গণমাধ্যমকে জানায়, রোহিঙ্গা ক্যাম্প নং-২৭ (জাদিমুড়া) এর সি ব্লকের ন্যাচার পার্ক নামক স্থানে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি সিএনজি চালক মোহাম্মদ হোসেন নিহত হয়। উক্ত ঘটনার প্রতিবাদে শুক্রবার বাদে জুমা হৃীলা জাদিমুড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিল থেকে সি ব্লকের ৪/৫টি ঘর ভাঙচুর করা হয়। এপিবিএন সদস্যরা মিছিলকারীদের সি ব্লক থেকে জাদিমুড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে আসে। বেলা সাড়ে তিনটায় মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। কঙবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন তারিকুল ইসলাম তারিক বলেন, ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধছত্তার মাঝির ঘাটে ভেসে এল অর্ধগলিত ব্যক্তির লাশ