টেকনাফে রোহিঙ্গা যুবককে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৭ অপরাহ্ণ

টেকনাফে এক রোহিঙ্গা যুবককে পেট্রোল দিয়ে অগ্নিদগ্ধ করে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এক্সটেনশন-ক্যাম্প-২৬, এইচ-৮ ব্লকস্থ নিউ আকবরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে দক্ষিণ লেদা গ্রামের স্হানীয় যুবক মৃত সুলতান আহমদের ছেলে মো. জামাল হোসেন (৪০) পূর্ব শত্রুতার জের ধরে রোহিঙ্গা যুবক রহমতুল্লাহ(৩৯)-্এর শরীরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলে শরীরের বিভিন্ন স্থানে আংশিক পুড়ে যায় রহমতুল্লাহর।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে নয়াপাড়া এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে নয়াপাড়া ক্যাম্পস্থ টিডিএইচ হাসপাতালে ভর্তি করে।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের ওসিএ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে অগ্নিদগ্ধ রহমতুল্লাহ সেখানে চিকিৎসাধীন রয়েছে।

রহমতুল্লাহ টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এক্সটেনশন (ক্যাম্প-২৬) এইচ/৮ ব্লকের মৃত আব্দুস সালামের ছেলে।

কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, “উক্ত ঘটনায় নয়াপাড়া এপিবিএন সদস্যরা অভিযুক্তকে আটকে তৎপরতা চালাচ্ছে।”

ক্যাম্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজামিন হলো না সাকুর
পরবর্তী নিবন্ধএখন থেকে ৩ ঘণ্টার পিটিই একাডেমিক ২ ঘণ্টায়