কক্সবাজারের টেকনাফে গুলিতে মোহাম্মদ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মারা গেছেন তিনি। নিহত মোহাম্মদ টেকনাফের জাদিমুরা এলাকার বাচা মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকের এই ঘটনায় দমদমিয়া এলাকার মো. আয়াজ ও রশিদ উল্লাহ নাম আরো দুজন আহত হয়েছেন। এর মধ্যে আয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রোহিঙ্গা ডাকাতের গুলিতে ৩ ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। রোহিঙ্গারা জানায়, রোহিঙ্গা জকির ডাকাত দলের সদস্য মো. হাসিম ও নুরুর নেতৃত্বে একটি অস্ত্রধারী দল জাদিমুরা ক্যাম্পের সি-ব্লকে আয়াজকে অপহরণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্যে করে ডাকাতবাহিনী গুলিবর্ষণ করে। এতে ওই তিজন গুলিবিদ্ধ হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ দেব জানান, ক্যাম্পে গোলাগুলিতে আহত দুজনের অবস্থা খুবই খারাপ। তাদের শরীরের বুক ও মুখসহ বিভিন্ন জায়গায় গুলির আঘাত দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কক্সবাজারের পাঠানো হয়েছে।