টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, নিখোঁজ ৪০

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৩:২১ অপরাহ্ণ

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নারী, পুরুষ, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (২১ মার্চ) রাত আড়াইটায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার সমুদ্রে এ ঘটনা ঘটে। নিখোঁজ বিজিবির সিপাহি টেকনাফ শাহপরীর দ্বীপ বিজিবি বিওপির অধীনে কর্মরত ছিলেন।

এ বিষয়ে টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা শুনেছি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ থাকার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকায় সাগরে ভাসমান দেখে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকা থামানো সংকেত দেন ওই বিজিবি সদস্য।

একসময় রোহিঙ্গা বহনকারী নৌকায় বিজিবির সেই সদস্য ওঠেন। এ সময় সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে তাদের চিৎকার শুনে স্থানীয় জেলেসহ বিজিবি নারী-শিশুসহ ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করেন। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ বাকি রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালায়। তবে ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিলেন বলে জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গারা।

রোহিঙ্গারা জানিয়েছে, ট্রলারটিতে ৬০ জন রোহিঙ্গা ছিল। অন্যরা নিখোঁজ রয়েছে। তবে বিজিবি নাফনদীতে কেউ নিখোঁজ রয়েছে কিনা তাদের সন্ধান অব্যাহত রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ছিনতাইকারীদের হাতে টমটম চালক খুন
পরবর্তী নিবন্ধবান্দরবানে বাইশারীতে গৃহবধূকে গলা কেটে হত্যা