টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলি, ডাকাত গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে রফিক নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। আহত রফিক টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়া আব্দুস সালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, সোমবার সন্ধ্যার দিকে যৌথ বাহিনীর একটি টিম টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালী পাড়ায় একটি বিশেষ অভিযানে যায়। এ সময় রফিকসহ ডাকাতদলের সদস্যরা যৌথ বাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণ করেন। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করলে রফিক ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, রফিকের বিরুদ্ধে থানায় অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা কৃষক লীগের সহসভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিদেশে পলাতক আ. লীগ নেতাদের প্রত্যাবাসন চাওয়া হবে : প্রেস সচিব