টেকনাফে যুবলীগ নেতা খুন

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ উসমান সিকদার (৩৮) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং কচুবনিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে হত্যা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন এবং টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় একটি ইজিবাইক চুরির ঘটনার প্রতিবাদ করায় উপজেলার সাবরাং নয়াপাড়া বাজারে প্রকাশ্যে দিবালোকে মারধরের শিকার হয় উসমান। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবদুল্লাহ ওরফে খুলু মেম্বারের ছেলে মোহাম্মদ শাকের ও কাটাবনিয়ার মোহাম্মদ কাসিমের ছেলে কেফায়েত উল্লাহকে অভিযুক্ত করে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এর জেরে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে গুলি করে হত্যা করে। টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম বলেন, পুলিশ নিহত যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিক পাচ্ছে ৪ হাজার এলইডি বাল্ব
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ডাম্পার চালকসহ নিহত ৩