কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ায় আবদুর রহমান ওরফে বিকাশ আবদুর রহমান (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পুরানপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে। দুই সন্তানের জনক নিহত যুবক নগদের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রাতে আবদুর রহমানসহ হাবিব উল্লাহ, কলিমুল্লাহ, আলমগীর ফয়সাল লিটন, শওকত আলমসহ আরও কয়েকজনকে তার সঙ্গে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় তারা অনেক রাত পর্যন্ত ওই জায়গায় আড্ডা দিতে দেখেন স্থানীয় লোকজন। পরে সকালে আবদুর রহমানের রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে আসা লোকজন তার লাশ দেখে পুলিশে খবর দেয়। সাড়ে ৮টার দিকে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজারের পাশে মাটিতে পড়ে থাকা অবস্থায় আবদুর রহমানের লাশ উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. হাফিজুর রহমান বলেন, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া পাশাপাশি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।