টেকনাফে মোড়ে মোড়ে চেকপোস্ট

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ১২:০৭ পূর্বাহ্ণ

নির্বাচনে প্রতিপক্ষের অসৎ উদ্দেশ্য ভণ্ডুল করতে কক্সবাজারের টেকনাফে মোড়ে মোড়ে বসেছে চেকপোস্ট।

টেকনাফ পৌরসভার ৯টি ওয়ার্ডের একাধিক পয়েন্টে রাতের বেলায় এমন চিত্রের দেখা মেলে।

কোথাও তিন-চারজন আবার ক্ষেত্র বিশেষে আরো বেশি যুবক গোটা রাত ডিউটি করছে।

গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) ছিল টেকনাফ পৌরসভার নির্বাচনী প্রচারণার শেষ দিন।

রাতে প্রচারণা শেষ হওয়ার পর থেকে ১নং ওয়ার্ডের নাইট্যং পাড়া, ২নং ওয়ার্ডের পল্লান পাড়া, ৪নং ওয়ার্ডের ইসলামাবাদ, ৫নং ওয়ার্ডের অলিয়াবাদ, ডেইল পাড়া এবং ৯নং ওয়ার্ডের কুলাল পাড়া, দক্ষিণ জালিয়া পাড়া ও খাংকার ডেইল এলাকায় সবচেয়ে বেশি চেকপোস্ট বসিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী- সমর্থকরা।

উল্লেখিত ওয়ার্ডগুলোতে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাই এমন নজরদারি বলে জানান ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুল বসর নুরশাদের সমর্থক জাফর, মোহাম্মদ আলী ও আব্দুল আমিন।

তারা জানান, রাতে যাতে অপরিচিত কেউ এসে অর্থের বিনিময়ে ভোট কিনতে না পারে তাই পাহারায় রয়েছেন তারা।

২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু হারেসের সমর্থক শামসুল আলম ও জসিম জানান, নিজেদের প্রতিপক্ষের পাশাপাশি নৌকা প্রতীকের বিরুদ্ধে রাতে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না সেজন্য পাহারা দিচ্ছেন তারা।

টেকনাফ পৌরসভার ৩, ৬, ৭ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সেখানে মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম।

এদিকে, সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন না হওয়া ওয়ার্ডগুলোতে রাতের বেলায় পাহারাদার কম হলেও গোপনে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইলের কর্মী-সমর্থকরা যাতে অন্য এলাকা থেকে এসে অসৎ উপায়ে ভোটারদের প্রভাবিত না পারে সেজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন।

এখানে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদে হাজী মোহাম্মদ ইসলাম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

তিনি টানা ১০ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করে এবার তৃতীয়বারের মতো ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। টেকনাফ পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে সম্পন্ন হবে আগামীকাল ২৬ ডিসেম্বর রবিবার।

পূর্ববর্তী নিবন্ধসন্দেহের দোলায় কক্সবাজারে নারী পর্যটকের ধর্ষণের ঘটনা!
পরবর্তী নিবন্ধদগ্ধ অসহায় পরিবারের পাশে ইরামন ফাউন্ডেশন