কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে অপহৃত পাঁচ কৃষকের মধ্যে ৪ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। ২৩ মার্চ রাতে অপহরণকারীরা চারজনকে ফেরত দেয়।
ফেরত আসা কৃষকরা হলেন– হ্নীলা পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে রফিক (২২), শাহজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান (১৫)। তবে, আব্দুর রহিমের ছেলে মো. নূরকে (১৮) এখনো ফেরত দেয়নি অপহরণকারীরা।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার পাঁচ কৃষককে অপহরণের পর মুক্তিপণ চেয়ে অপহৃত রফিকের ভাই মো. শফিকের মুঠোফোনে ৩০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে চারজনকে ফেরত দিলেও মুহাম্মদ নূর নামে একজনকে এখনো ফেরত দেয়নি।