টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল, শুনছেন রোহিঙ্গাদের কথা

প্রত্যাবাসন

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

প্রায় তিন বছর বন্ধ থাকার পর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের একটি প্রতিনিধি দল এসেছে। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে যাচাইবাছাইয়ের কাজ চালাবেন বলে জানা গেছে। ১৭ জনের প্রতিনিধি দলটি মিয়ানমারের রাখাইনের মংডু টাউনশিপ থেকে গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় স্পিডবোটে নাফ নদী পার হয়ে টেকনাফ ট্রানজিট জেটি ঘাটে এসে পৌঁছায়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়, স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি কর্মকর্তা তাদের স্বাগত জানান। এরপর সকাল ১১টা থেকে প্রতিনিধি দলের সদস্যরা টেকনাফ স্থলবন্দরের অভ্যন্তরে মালঞ্চ সম্মেলন কক্ষে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা ও তথ্য যাচাইবাছাইয়ের কাজ শুরু করে। খবর বিডিনিউজের।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা এসেছেন। দলটির নেতৃত্বে রয়েছেন দেশটির মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের মংডুর আঞ্চলিক পরিচালক অং মাইউ। প্রতিনিধি দল প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি স্বদেশে ফিরে যেতে ইচ্ছুক কয়েকশ রোহিঙ্গার সঙ্গেও মতবিনিময় করবেন। তারা মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাইবাছাই করবে। এছাড়া তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথাও রয়েছে।

টেকনাফে আলোচনা করতে আসা কয়েকজন রোহিঙ্গা শরণার্থী নেতা জানিয়েছেন, প্রথমদিকে পরিবারভিত্তিক প্রত্যাবাসনের আওতায় এক হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে বলে তারা জানতে পেরেছেন। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের শ’খানেক রোহিঙ্গাও রয়েছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় জানায়, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ আট লাখের বেশি রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছে। ওই তালিকা থেকে প্রত্যাবাসনের জন্য প্রাথমিকভাবে এক হাজার ১৪০ জনকে বাছাই করা হয়। এর মধ্যে ৭১১ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের সম্মতি মিললেও বাকি ৪২৯ জনের ব্যাপারে মিয়ানমারের আপত্তি ছিল। মিয়ানমারের প্রতিনিধি দলটি ওই ৪২৯ জন রোহিঙ্গার তথ্য যাচাইয়ের জন্য টেকনাফে এসেছেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে জুম চাষিকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের দামে অসঙ্গতি, ক্রয় রশিদ নেই বেশিরভাগ দোকানে