টেকনাফে মানবপাচার চক্রের অন্যতম হোতা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান আব্দুল আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান আব্দুল আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ ও মানবপাচার আইনে ৯টি মামলা আছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাতের আঁধারে চোরাই মোটরসাইকেল বিক্রি
পরবর্তী নিবন্ধসমাজে ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনকে বেগবান করতে হবে