টেকনাফে মানবপাচার চক্রের হোতা গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নির্মাণাধীন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কেয়ায়েত উল্লাহ টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া গ্রামের নুর হোছন ওরফে হোসেনের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে খুন, অপহরণ, মানব পাচার আইনে ১১টি মামলা রয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধরফিক আহমদ