এক টমটম থেকে টেনেহিঁচড়ে নামিয়ে তুললেন অন্য আরেক টমটমে। তারপর কিছুদূর গিয়ে রাস্তার পাশে দুতলা মার্কেটের উপর তলার একটি কক্ষে নিয়ে গেলেন। সেই কক্ষে ছেড়ে দিলেন সাউন্ড সিস্টেম। ফলে প্রচন্ড আওয়াজে বৃথা গেল ১৬ বছরের মাদ্রাসা ছাত্রী মাহির (ছদ্মনাম) চিৎকার। সেখানে কয়েক দফা ধর্ষণের শিকার হয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে গত ৫ ডিসেম্বর সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া মোড়ে। অভিযুক্ত যুবকের নাম মো. তাজিল (৩৫)। সে বিবাহিত। এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদী হয়ে ৬ ডিসেম্বর টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেছেন। ধর্ষনের শিকার মাহিকে উদ্ধার করে মেডিকেল টেস্ট শেষে আদালতে সোপর্দ করা হয়। সেখানে জবানবন্দি প্রদান শেষে মায়ের হেফাজতে দেওয়া হয়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল আলিম জানান, অভিযোগ পাওয়ার পর মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিল্টন বলেন, এ ঘটনায় তাজিলকে আটকের চেষ্টা চলছে।