টেকনাফে বসতঘর থেকে ১০ বোতল বিদেশি মদ ও ৪৩ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে নাহিদা আকতার নামের এক তরুণীকে। সে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার সৈয়দ হোসেনের মেয়ে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে মদ ও বিয়ারসহ নাহিদা আকতারকে আটক করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।











