টেকনাফে ভেসে এলো নিখোঁজ জেলের লাশ

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সীমান্ত উপজেলা টেকনাফ উপকূলে মাছধরার নৌকা উল্টে নিখোঁজ হওয়া জেলের লাশ ভেসে এসেছে তীরে। লাশটি উদ্ধার করেছে পুলিশ। মৃত জেলে হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ছেলে। গতকাল রোববার ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শাহ পরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম এই তথ্য জানান।

নৌকার মালিক এনাম উল্লাহ জানান, শনিবার সকালে তার টানা জালের একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায় দুই জেলে। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে হেলাল উদ্দিন নিখোঁজ হয়। নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছি সারা রাত। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার এসআই আজাহরুল ইসলাম বলেন, মৃত জেলের পরিবার ও স্বজনদের কারও কোনো ধরণের অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংযুক্ত আরব আমিরাতে শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধবাজার ফান্ডের জমির লিজ ৯৯ বছর করার দাবি