টেকনাফে ব্রিকফিল্ডে মাটি বিক্রি করা গর্তের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:৩৩ অপরাহ্ণ

টেকনাফের হ্নীলা রঙিখালীতে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৬ জুন) দুপুরে রঙিখালী লামারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুই বোন স্থানীয় নুর কবিরের মেয়ে কমলা (৬) ও জান্নাত আরা (৪)। কমলা রঙিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুর ২টায় লামারপাড়ার জনৈক হোছন আহমদের মাটি বিক্রি করা বড় গর্তে ডুবে তাদের মৃত্যু হয়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।”
স্থানীয় ঠাণ্ডা মিয়া জানান, পানিতে ডুবে মৃত্যু হওয়া দুই শিশু হোছন আহমদ নামে এক ব্যক্তির জমির গর্তে পড়ে মারা গেছে। সেই গর্তের মাটি ব্রিকফিল্ডে বিক্রি করা হয়েছে।
তিনি আরো বলেন, “গর্ত করে মাটি বিক্রির কথা আমরা ৯৯৯ নম্বরেও কল করে বলেছি। তবুও প্রতিকার পাইনি। অবশেষে দুই শিশু বলির পাঠা হলো। দুই বোনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

পূর্ববর্তী নিবন্ধকরোনাক্রান্ত হয়ে ওমানে হাটহাজারীর রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ছুরিকাঘাতে নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার