টেকনাফে বিদেশি রাইফেল ও গোলাবারুদসহ অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৩:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিদেশি জি-৩ রাইফেল, ম্যাগজিন ও গোলাবারুদসহ মো. শহীদ নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং এলাকা থেকে অস্ত্র গোলাবারুদসহ ওই যুবককে আটক করা হয়।

সকাল ১১ টারদিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন মিলনায়তনে অভিযানের বিষয়ে ব্রিফিং করা হয়। এসময় স্টেশন কমান্ডার টেকনাফ লে: কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ জানান, মো. শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ডের সদস্যরা তার বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাড়ি তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তায় মোড়ানো অবস্থায় ১টি জি-৩ রাইফেল ও ম্যাগাজিন ৮ রাউন্ডস তাজা গোলা এবং ১ টি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।

আটক অস্ত্র ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে ডাকাতি, ৪ যাত্রীকে অপহরণ