টেকনাফে বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গা

কোস্টগার্ডের অভিযানে গুলিবিদ্ধ এক

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ একজনসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০)। তাদের মধ্যে আব্দুল শক্কুর গুলিবিদ্ধ। তাকে কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনঅররশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আড়াইটায় টেকনাফের মেরিন ড্রাইভের তুলাতলী ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে পাচারকারীরা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে এক পাচারকারী গুলিবিদ্ধ হন। প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে নৌকাটি জব্দ করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় পাচারচক্রের আরও ৪ সদস্য সাগরে লাফ দিয়ে পালিয়ে যায়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় জেলেদের দাবি, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আট জেলে সাগরে মাছ ধরতে যান। পরে গোলাগুলির ঘটনায় তাদের একজনের নিখোঁজ হওয়ার আশঙ্কায় স্বজনরা তুলাতলী ঘাটে ছুটে আসেন।

পূর্ববর্তী নিবন্ধলবণাক্ততা ও পানি সংকট কাটাতে ৫ হাজার কোটি টাকার প্রকল্প
পরবর্তী নিবন্ধচলন্ত ট্রেন থেকে একজনকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল