টেকনাফে বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৩:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে আব্দুর রহমান (৩৫) নামে এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান সাবরাংয়ের নয়াপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে। তিনি পেশায় বিকাশ এজেন্ট ছিলেন।

আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে সাবরাং উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাই ওমর ফারুক জানান, রাতে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডু খেলতে দেখেছে এলাকার লোকজন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় খোঁজ-খবর নিতে গিয়ে খবর আসে, তার মরদেহ পড়ে আছে। তার স্ত্রী গিয়ে তাকে শনাক্ত করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘স্কুলের পাশে পরিত্যক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধইভিএমে কারিগরি ত্রুটি, সন্দ্বীপে ভোট বন্ধ
পরবর্তী নিবন্ধঅভিনেতা মাসুম আজিজের চিরবিদায়