টেকনাফে নিখোঁজ শিশু তাহমিনা আক্তারের (৮) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে শাহপরীর দ্বীপ ডাঙর পাড়ার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু তাহমিনা ডাঙর পাড়া এলাকার আবদুল জলিলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু। তিনি জানান, চিকিৎসার জন্য আমি গত কয়েকদিন ধরে চট্টগ্রামে। জানতে পেরেছি ডাংঙর পাড়ার বাসিন্দা আবদুল জলিলের শিশু কন্যা নুরানিতে পড়ুয়া তাহমিনা শনিবার ১১ টার দিকে নুরানী মাদ্রাসা ছুটির পর থেকে নিখোঁজ ছিল।
অনেক খোঁজাখুজির পর রাত ৯ টার দিকে শিশুটির বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শিশুর বস্তাবন্দি মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তে মূল রহস্য বের হয়ে আসবে। হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।