টেকনাফের সাবরাংয়ে বসতঘর থেকে পাঁচটি মেছোবাঘ শাবক উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রবিবার সকাল ৯টার দিকে মগপাড়া গ্রামের নজির আহমদ মেম্বারের বসত বাড়ি থেকে মেছোবাঘের শাবকগুলোকে উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ এই তথ্য জানান। তিনি জানান, নিজ বসঘরের এককোনে পাঁচটি মেছোবাঘ শাবক দেখতে পেয়ে নজির আহমদ মেম্বার স্থানীয় বনকর্মীদের খবর দেন। খবর পেয়ে বনবিভাগের একদল লোক ঘটনাস্থলে শাবকগুলো উদ্ধার করে টেকনাফ উপকূলীয় রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
এ ব্যাপারে বাড়ির মালিক নজির আহমদ মেম্বার বলেন, বসতঘরের এক কোণে বসে থাকা অবস্থায় দেখতে পাই। সাথে সাথে বিষয়টি বনবিভাগকে জানাই। এসময় শাবকগুলো দেখতে এলাকার উৎসুক লোকজন ভিড় জমান। এ বিষয়ে টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, ‘মেছো বাঘের শাবক পাঁচ’টি উদ্ধার করে স্থানীয় গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।