টেকনাফে বন বিভাগের ১৭ শ্রমিককে অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড় থেকে বাগান পরিষ্কারের কাজ করতে যাওয়ার পথে বনবিভাগের ১৭ জন শ্রমিককে অপহরণ করেছে সংঘবদ্ধ চক্র। অপহৃত ১৭ জনই রোহিঙ্গা। তারা স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে। রাত পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অপহৃতদের পরিবারের কাছে খবর পাঠিয়ে মুক্তিপণ দাবি করছে অপহরণকারী চক্র। কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃতরা হলেন সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০) এবং মাহাতা আমিন (১৮)। টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, সমপ্রতি বনের বিভিন্ন লতাগুল্ম পরিষ্কারের কাজ করা হচ্ছে। এতে শ্রমিকদের নিয়োগ করা হয়। প্রতিদিনের মতো বাগানে কাজ করতে যাওয়ার পথে বনের অদূরেই পাহাড়ি স্থান থেকে ১৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সংঘবদ্ধ চক্র। এ ঘটনা দ্রুত প্রশাসনকে জানানো হলে এপিবিএন পুলিশ, উপজেলা প্রশাসন ও বনবিভাগের লোকজনসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের উদ্ধারে অভিযান শুরু করে।

ডিএফও নুরুল ইসলাম গতরাতে বলেন, বনবিভাগের লোকজনসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও দেড়শতাধিক স্থানীয় লোকজন মিলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে রাত পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর মধ্যে অপহৃতদের পরিবারের কাছে খবর পাঠিয়ে মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। কী পরিমাণ মুক্তিপণ দাবি করা হয়েছে তা জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলাবাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪৩তম বিসিএসে নিয়োগের নতুন প্রজ্ঞাপন, বাদ ১৬৮ জন
পরবর্তী নিবন্ধখেলনা পিস্তল দিয়ে মহাসড়কে ডাকাতির চেষ্টা, কারসহ গ্রেপ্তার ১