টেকনাফে বন্দুকসহ ২ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

টেকনাফে বন্দুকসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন সদস্যরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় টেকনাফ শালবাগান ২৬ নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো টেকনাফ শালবাগান ২৬ নং ক্যাম্পের ব্লক-এ/৩’র নুর মোহাম্মদের ছেলে জোবাইর (২৫) ও ব্লক-সি/৬’র খলিল আহমদের ছেলে সৈয়দ নুর ওরফে ডাকাত বড় সৈয়দ নুর (৩০)।

জানা যায়, ক্যাম্প-২৬ (শালবাগান)’র এ/১০ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্রসহ জড়ো হয়েছে এমন সংবাদ গোপনে পায় এপিবিএন। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ডাকাত জোবাইর ও ডাকাত সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি কার্তুজ এবং একটি রামদা উদ্ধার করা হয়।

টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গাদ্বয়কে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ক্যাম্প এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজাতির সক্ষমতা ও মর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু
পরবর্তী নিবন্ধ৭ জুলাইয়ের বাস টিকিট প্রথম দিনই শেষ