টেকনাফ উপজেলার বাহারছড়ার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় বন্দুকসহ ৩ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম–উল–হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন, টেকনাফ ও আউটপোস্টের বাহারছড়ার সদস্যরা মারিশবুনিয়ার পাহাড়সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাচারকারীদের পাহাড়ি গোপন আস্তানায় আটকে রাখা ৭ জনকে উদ্ধার করা হয়। একইসঙ্গে তিন মানবপাচারকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কোস্ট গার্ড। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আস্তানা তল্লাশি করে একটি দেশীয় বন্দুকও উদ্ধার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ কয়েকটি পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এবং অল্প খরচে বিদেশ যাত্রার আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। ভুক্তভোগীদের ভয়–ভীতি দেখিয়ে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।












