টেকনাফের আলোচিত হত্যাকাণ্ড ৭ বছরের শিশু আলী উল্লাহ আলো হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে মহেশখালীয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম (৩৫) টেকনাফ সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার নবী হোছনের পুত্র। তিনি উক্ত মামলার চার্জশিটভুক্ত ৫নং আসামি এবং পলাতক থাকা অবস্থায় তাকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে আদালত।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গতকাল ভোররাতে পুলিশের একটি দল মহেশখালীয়া পাড়া এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামের পিতা এবং এলাকাবাসীর সহযোগিতায় তাকে (নজরুল) আটক করতে সক্ষম হয়। আসামিকে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
২০১১ সালের ৭ সেপ্টেম্বর কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর ছেলে আলী উল্লাহ আলোকে জবাই হত্যা করে দুর্বৃত্তরা। প্রায় ১১ বছর পর গত ১১ মে টেকনাফের আলোচিত শিশু আলী উল্লাহ আলো হত্যা মামলার রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। রায়ে ছয় জনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং দুই জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সুমন মিয়া, ইয়াছিন প্রকাশ রায়হান, মো. ইয়াকুব, মো. ইসহাক প্রকাশ কালু, নজরুল ইসলাম, সৈয়দুল আমিন প্রকাশ লম্বাইয়া। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।