টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে দুটি পুরাতন পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।
আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে টেকনাফ ২ বিজিবি।
আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং ৭নং এফডিএমএন ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা শরণার্থী উচুং জোহারের ছেলে আনোয়ার শাহ (১৮), একই ক্যাম্পের দ্বীন মোহাম্মদের ছেলে মো. শরিফ (১৮) ও ফকির আহম্মদের ছেলে মো. হাসিম (২০)।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গতকাল রোববার বিকালে গোপন সংবাদে বিজিবি জানতে পারে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং হতে উখিয়া কুতুপালংগামী একটি সিএনজিতে অবৈধ অস্ত্র রয়েছে।
এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। কিছুক্ষণ পর হোয়াইক্যং চেকপোস্টের কাছে একটি সিএনজি অটোরিকশা পৌঁছালে বিজিবির সদস্যরা তল্লাশির জন্য থামায়।
পরবর্তীতে সিএনজিতে থাকা তিনজন আরোহীদের সন্দেহজনক আচরনের জন্য তাদেরকে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তাদের দুজনের কোমড়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২টি পুরাতন বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়।
উদ্ধার করা পিস্তল ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্নিয়ে টেকনাফ মডেল থানা হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
সম্প্রতি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় মাদক এবং অবৈধ অস্ত্রের লেনদেন ও ব্যবহার প্রতিরোধে তথ্য সংগ্রহ এবং নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে।