টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়া এলাকায় অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে একই পরিবারের ছৈয়দ আলমের ৩ ছেলে ও ২ মেয়েসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দু শুক্কুর (২০), মো. জোবায়ের (১৩), আব্দুল লতিফ (৮), কোহিনূর আক্তার (১৪) ও জায়নুরা (১২)। এ সময় ঘরের অন্যপাশে থাকায় সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান সৈয়দ আলম ও রেহেনা বেগম দম্পতি। বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১টায় এই ঘটনা ঘটে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য হোছেন আহমেদ আজাদীকে জানান, অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ের কিছু অংশ ভেঙ্গে বাড়ির উপর পড়ে সৈয়দ আলমের পরিবারের ৫ জন সদস্য ঘটনাস্থলে মারা যায়।

এ ব্যাপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ঘটনার খবর পেয়ে গভীর রাতে আমি সরাসরি ঘটনাস্থলে যায়। পাহাড় ধসে একই পরিবারের ৩ ছেলে ২ মেয়েসহ মোট ৫ জন নিহত হয়েছে। এদিকে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধজার্মানির রাসায়নিক শিল্পপার্কে বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধকাশ্মীরের আঞ্চলিক ভোটে জয় পেয়েছে ইমরানের দল