টেকনাফে পাহাড় থেকে রোহিঙ্গা ডাকাতের লাশ উদ্ধার

| বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড় থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনী এলাকার নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয় শিবিরের পশ্চিম পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহত মোহাম্মদ শরীফ (২০) আশ্রয় শিবিরের মুচনী ক্যাম্পের বিব্লকের আবদুল কুদ্দুসের ছেলে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। সে রোহিঙ্গা ডাকাত শফি গ্রুপের সদস্য। খবর বিডিনিউজের।

ওসি গিয়াস বলেন, পাহাড়ের একটি ঝোপের পাশে মরদেহটি মাটি চাপা দেওয়া ছিল। কোনো কারণে মাটি সরে গেলে গাছ সংগ্রহে যাওয়া রোহিঙ্গারা লাশ দেখতে পায়। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, রোহিঙ্গাদের ডাকাত চক্রের বিরোধের জেরে বা নিজেদের মধ্যে বিরোধের জেরে এক সপ্তাহ আগে শরীফকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী বলেন, শরীফের অত্যাচারে স্থানীয়দের পাশাপাশি স্বয়ং রোহিঙ্গারাও অসহায় ছিল। তার মরদেহ পাওয়ার খবরে স্বস্তি প্রকাশ করে রোহিঙ্গারা মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছে।

শরীফের মরদেহ ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধহত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেত্রী নিশি রিমান্ডে
পরবর্তী নিবন্ধবান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড