টেকনাফে পাহাড়ে বাচ্চা প্রসবের পর মা হাতির মৃত্যু

| সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় এক মা হাতির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বাচ্চা হাতিটিকে উদ্ধার করেছে বন বিভাগ। খবর বিডিনিউজের।

গতকাল রোববার বিকালে উপজেলার হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে হাতির শাবকটি উদ্ধার করা হয়। হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর আসে যে, হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে বাচ্চা প্রসব করার সময় একটি মা হাতির মৃত্যু হয়েছে। পরে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাতির শাবকটিকে উদ্ধার করে।

পরে শাকটিকে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। মৃত হাতিটি মাটি চাপা দেওয়া হবে। আর উদ্ধার হাতির শাবকটি ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে বলে জানান মিনার চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র তাপসের ৭৩ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ
পরবর্তী নিবন্ধভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই : সিইসি