টেকনাফে পলাতক আসামি রোহিঙ্গা যুবক গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ অক্টোবর, ২০২১ at ৮:৪৭ অপরাহ্ণ

টেকনাফে একাধিক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এ রোহিঙ্গা যুবকের নাম মো. জুবায়ের(২৬) বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ ক্যাম্প-২১ চাকমারকুল থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ ও এপিবিএন এ যৌথ অভিযান পরিচালনা করে।

টেকনাফ ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স এবং জেলা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক আসামি রোহিঙ্গা মো. জুবায়েরকে(২৬) চাকমারকুল ক্যাম্পের এ/৬ ব্লক হতে গ্রেফতার করে। সে ব্লক-এ/৬, ঘর নং-৩৪ এর মো. আলমের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-৪৩, তারিখ-১০/১০/২০২১ খ্রি., ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং নং-৪৪, তারিখ- ১০/১০/২০২১ খ্রি., ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-A (F) এর মামলা রয়েছে।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারকৃত রোহিঙ্গাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসুপার টুয়েলভ নিশ্চিত করল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ২ জন নিহতের ঘটনায় হত্যা মামলা