টেকনাফে পরিত্যক্ত ঘর হতে হেরোইন, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

পলাতক ৭ জনকে আসামি করে মামলা

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ৭শ গ্রাম হেরোইন, ৫৩হাজার ইয়াবা ও অস্ত্রগোলাবারুদ উদ্ধার করেছে। এই ঘটনায় মাদক কারবারী চক্রের ৭ সদস্যকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার রাত ৯টায় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোন) উপজেলা পরিষদ কার্যালয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জানানো হয়, টেকনাফ রবিবার দুপুর ১টা হতে দুপুর ৩টা পর্যন্ত মাদক ও অবৈধ অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিলে ইমাম হোসেনের মালিকাধীন দুই কক্ষ বিশিষ্ট বসতঘরের দক্ষিণ পাশের পূর্ব দুয়ারী টিনের ছাউনি ও টিনের বেড়াযুক্ত জনৈক সাজেদের কক্ষে অভিযান চালিয়ে ৫৩ হাজার ইয়াবা, ৭শ গ্রাম হেরোইন, ৩টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ৩টি ম্যাগাজিন এবং ১শ ৪১ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় মধ্যম গোদারবিলের আবু সৈয়দের ছেলে আব্দুল্লাহ (২৮), উত্তর লম্বরীর হোছন আহমদের ছেলে কাদের (৩৫), পশ্চিম গোদারবিলের ইমাম হোছনের দুই ছেলে সাহেদ প্রকাশ সাজেদ (২৪) ও শাহ আলম (২০), দক্ষিণ লেঙ্গুরবিলের হোছন লেঙ্গুরবিলের হোছন আহমদের ছেলে সাদ্দাম (২৮), বশির আহমদের ছেলে আনোয়ার (৩৫) এবং কালা মিয়ার ছেলে মোঃ কাশিমকে পলাতক আসামি করা হয়েছে। টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, আসামিরা মূলত মাদক ব্যবসায়ী। টেকনাফ সদরে মাদক মজুদ ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সিন্ডিকেট ভিত্তিক আধিপত্য বিস্তারের কৌশল হিসেবে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে। এ ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই লেকে পানির চাপ ৪ দিন ধরে পানি ছাড়া হচ্ছে কর্ণফুলীতে
পরবর্তী নিবন্ধনিউমার্কেট ও স্টেশন রোড এলাকা থেকে ১১ মোবাইল চোর গ্রেপ্তার