টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সন্ত্রাসী আটক

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি ও সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের এক সদস্যকে আটক করেছেন।
জানা যায়, গতকাল রোববার দুপুর ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা এইচ ব্লকের আব্দুর রশিদ মার্কেটের পশ্চিমে অভিযান চালিয়ে সন্ত্রাসী পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য এবং বাঙালি অপহরণ মামলার আসামি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের ৬৬৮নং শেডের ২নং কক্ষের বাসিন্দা জামাল হোসেনের পুত্র মোঃ জোবায়ের প্রকাশ আব্দুইয়া প্রকাশ হাসিম (১৯) কে গ্রেফতার করে। এ ব্যাপারে কঙবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅলিগলিতে আড্ডারতদের সতর্ক
পরবর্তী নিবন্ধসরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে